নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি দল রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে। রবিবার (২৪ আগস্ট) রাত সোয়া একটার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া জাহিদুল পিরোজপুরের ভান্ডারিয়া থানার গোলবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
গোয়েন্দা উত্তরা বিভাগের এডিসি হেলালউদ্দিন ভূইয়া জানান, জাহিদুল পিরোজপুর-২ (নেছারাবাদ-কাউখালী-ভান্ডারিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ঘনিষ্ঠ। গ্রেফতারের পর জাহিদুলকে উত্তরা বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।