নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তায় এলাকায় এক চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে গাড়িতে চাঁদা আদায়ের সময়ে হাতেনাতে তাকে গ্রেফতার করা। তার নাম সাইফুল ইসলাম।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের একজন ঊধ্বর্তন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ে করে আসছিল সাইফুল। কেউ চাঁদার টাকা না দিলে মারধর করা হতো। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, সাইফুলের কাছ থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির তথ্য পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদাবাজ সাইফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনাবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।