নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নিষেধাজ্ঞা অমান্য করে মায়ানমার জলসীমায় প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে ১২২ জন জেলে এবং ১৯টি ফিশিং বোট আটক করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে বেশ কয়েকটি ফিশিং বোট মায়ানমার সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে যাচ্ছে।
এই তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর দ্বীপ সীমান্ত পিলার–০৩ এলাকার আওতায় নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে মায়ানমার জলসীমায় অবৈধভাবে প্রবেশ করা অবস্থায় ১৯টি বাংলাদেশি ফিশিং বোট এবং তাতে থাকা ১২২ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে বাংলাদেশি ২৯ জন এবং রোহিঙ্গা ৯৩ জন রয়েছেন।
কোস্ট গার্ড জানায়,আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে একাধিক বাংলাদেশি মাছ ধরা নৌযান নিয়মিতভাবে বাংলাদেশ-মায়ানমার শূন্যরেখা অতিক্রম করে মায়ানমার জলসীমায় প্রবেশ করছে। এতে করে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোটসহ আটক করছে বলে জানা গেছে।
কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন,জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।