নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত মেরুন কালারের টি-শার্ট পরিহিত যুবক ডিবির কেউ নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন মো.শফিকুল ইসলাম।
শনিবার (৩০আগস্ট) মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
মো.শফিকুল ইসলাম বলেন,উনি আমাদের ডিবির কেউ না। 
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,ঘটনাটি তদন্ত করে দেখছি। বেলা তিনটা নাগাদ তাকে আবার ফোন দেয়া হলে তিনি আর ফোন রিসিভ করেননি।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।