নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর পল্টন থানা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি মামলায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব। মিরপুর ও বিমানবন্দর থানাধীন এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে র্যাব-৩।
রবিবার (৩১আগস্ট) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো- চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা ওরফে শিমুল (৪৬),মো.আব্দুল মান্নান (৩২), মো. শাহিদুর রহমান (৪১),মো.আব্দুল্লাহ (৪৪),মো.নয়ন মিয়া (৪০),মো.রুবেল (৪৩)।
সনদ বড়ুয়া বলেন,গত (৪ আগস্ট) অনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে ভিকটিম মো.সাইদুর রহমান (৪৩),তার ব্যবসা প্রতিষ্ঠানের ৪৫ লাখ ৩০ হাজার টাকা তার ম্যানেজার ও কর্মচারীর মাধ্যমে ব্যাংকে জমা দিতে এস আর কর্পোরেশন এর দোকানের লকারে রাখে। পরবর্তীতে দুপুর ১টা ১০ মিনিটের দিকে ১০ থেকপ ১২ জন অজ্ঞাত নামা ডাকাত দল ভিকটিমের দোকানে প্রবেশ করে। ডিবি পুলিশ পরিচয় দিয়ে ম্যানেজার ও কর্মচারীদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে লকার হতে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় টাকার ব্যাগটি পড়ে যায়। এ ঘটনায় গত (৪ আগস্ট) তারিখ রাজধানীর পল্টন থানায় মামলা হয়। পরে গতকাল (২৯আগস্ট) র্যাব-৩ এর একটি আভিযানিক দল মামলার একজন সন্দেহভাজন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা ওরফে শিমুল (৪৬) কে রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকা হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল শিমুল এর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অপর প্রধান পাঁচ আসামিকে গতকাল (৩০ আগস্ট) রাজধানীর মিরপুর ও বিমানবন্দর থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।