নিজস্ব প্রতিবেদক ঢাকা
রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি মোড়ে অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজা ও ৬৫ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের একটি দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে টিকাটুলির মোড়ের ফিরোজ টাওয়ারের সামনে এ অভিযান পরিচালনা করে ডিবির সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
সোমবার(১ সেপ্টেম্বর) ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির এ তথ্য জানান।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সন্ধ্যায় কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। এসময় কাবার কাভার্ড ভ্যানটিতে অভিনব কায়দায় লুকানো ৪৫ কেজি গাঁজা ও ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একইসঙ্গে মো. সুমন রহমান, মো. রাশেদ খান ও জাহাঙ্গীর আলম নামের তিন আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ৯৫ হাজার টাকা।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতদের আসামি ও উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।