নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৮০৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৬৬ জন।
মঙ্গলবার (০২সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮০৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৬৬ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১২৭৩ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে,বিদেশি পিস্তল ৪টি, ম্যাগজিন ৭টি, গুলি ১৬ রাউন্ড, চাকু ১টি, দেশীয় এলজি ২টি, হাসুয়া ৩টি, দা ২টি, সুইচ গিয়ার চাকু ২টি, ছুরি ১টি, রামদা ১টি।
পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।