নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
রূপসা নদীর খান জাহান আলী সেতুর নিচ থেকে ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০) নামের একজন সংবাদকর্মীর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। গত (৩১ আগস্ট) মরদেহটি উদ্ধার করা হয়।
নৌ পুলিশ বলছে,ওয়াহেদ-উজ-জামান বুলু গত (৩১আগস্ট)দুপুরে নিজেই ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়েন।
বৃহস্পতিবার (০৪সেপ্টেম্বর) খুলনা নৌ পুলিশ সুপার ডা. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,গত ৩১আগস্ট ৭টা ৫০ মিনিরের দিকে নৌ পুলিশ খুলনা অঞ্চল রূপসা নদীর খান জাহান আলী সেতুর নিচ থেকে একটি মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের পকেটে প্রাপ্ত জাতীয় পরিচয়পত্র থেকে মৃত ব্যক্তির নাম ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০) হিসেবে জানা যায়,যিনি একজন সংবাদকর্মী।
তিনি বলেন,এ সংক্রান্তে মৃত ব্যক্তির ভাই বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন, যা রূপসা নৌ পুলিশ ফাঁড়ি, নৌ পুলিশ খুলনা অঞ্চল তদন্ত করছে। উক্ত মামলা তদন্তকালে ব্রিজের উপর থাকা দুটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। উক্ত ফুটেজসমূহ বিশ্লেষণে দেখা যায় যে,ওয়াহেদ-উজ-জামান বুলু গত ৩১ আগস্ট দুপুর ২টা ২০ মিনিট নাগাদ নিজেই ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়েন।
ইতোমধ্যে উক্ত মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে রাসায়নিক পরীক্ষার জন্য ভিসেরা সংগ্রহ করা হয়েছে। অপমৃত্যু মামলাটির তদন্ত কার্যক্রম চলমান আছে বলেও জানান তিনি।