নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৫সেপ্টেম্বর) সন্ধা ৭টা ১০ মিনিট নাগাদ এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন,আমরা জাতীয় পার্টির কার্যালয়ে আগুনের সংবাদ পেয়েছি। আমাদের ইউনিট এখনও বেরহয়নি। বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন,আমরা ৭টা ১৮ মিনিট নাগাদ আগুনের সংবাদ পেয়েছি। এটা যেহেতু সহিংসতার আগুন সেহেতু আমরা অনুমতি সাপেক্ষে টার্ন করছি।
এদিকে,জানা গেছে সন্ধা ৭টার পর পর বিক্ষোভকারীরা জাতীয় পার্টির কার্যালয়ে ব্যাপক ভাংচুর ও ভাংচুর শেষে অগ্নিসংযোগ করা হয়। পরে সাড়ে ৭টা নাগাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে গিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।