নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদভর্তি একটি পিকআপসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেফতারকৃত আসামির নাম,সোহেল রানা।
শুক্রবার(৫ সেপ্টেম্বর) রাতে র্যাব-১ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়,বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল খিলক্ষেত ও বিমানবন্দর থানার বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। পরে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকার ট্রান্সপারেন্সী কোহিনুরের সামনে একটি চালকবিহীন পিকআপ পাওয়া যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িটি রেখে পালিয়ে যায় মাদককারবারীরা।
পরে র্যাব সদস্যরা ছদ্মবেশে গাড়িটির আশপাশে অবস্থান নেন। প্রায় দুই ঘণ্টা পর গাড়ির চালক এসে উপস্থিত হলে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে মদের বোতল ছাড়াও দুইটি মোবাইল ফোন,নগদ ১০ হাজার ৫৭০ টাকা এবং পিকআপ ভ্যান জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানান,তিনি শুধু চুক্তিভিত্তিকভাবে মদ বহনের কাজ করতেন। তবে মূল মাদক চক্রের অন্য সদস্যদের বিষয়ে তথ্য দিতে পারেননি। তাদের সনাক্তের চেষ্টা চলছে। এছাড়া উদ্ধারকৃত মাদক ও গ্রেফতার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।