নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিল আয়োজক এ টি এম ওমর ফারুকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন কাফরুল থানা ছাত্রলীগের সদস্য মো. জিয়াউর রহমান (২০),হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য রুবেল হোসেন (২৭),আব্দুর রহমান (৪০), রিদোয়ান রাফি (১৯),মো.ফায়িম তালুকদার,মো.ফিরোজ আহমেদ (২৩),মো.মেহেদী হাসান হৃদয় (২২) এ টি এম ওমর ফারুক ও মো.সজিব খান (৩১)।
ডিবির বরাতে তালেবুর রহমান বলেন,শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো এলাকায় অভিযান পরিচালনা করে জিয়াউর রহমান,রুবেল হোসেন,আব্দুর রহমান,রিদোয়ান রাফি,ফায়িম তালুকদার,মো. ফিরোজ আহমেদ ও মেহেদী হাসান হৃদয়কে করে ডিবি তেজগাঁও বিভাগ।
রাত ১টা ৫ মিনিটের দিকে মোহাম্মদপুর নূরজাহান রোড এলাকায় অভিযান পরিচালনা করে এ টি এম ওমর ফারুককে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন রাত আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম কোতোয়ালি থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. সজিবকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।