নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর আগারগাঁও এবং বিজয় স্মরণি মেট্রোরেল স্টেশন এলাকায় ভ্রাম্যমান হকারদের কারণে যাত্রাপথে ব্যাপক সমস্যার সম্মুখীন হতেন সাধারণ যাত্রীরা। আজ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মোহাম্মদপুর সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে মেট্রোরেল স্টেশন এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে চলা হকার ও অবৈধ দোকানদারদের দখলদারিত্বের অবসান ঘটল। অভিযানে পুলিশ,সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থা যৌথভাবে অংশ নেয়। অবৈধ দোকান উচ্ছেদ,পথচারীদের চলাচলের রাস্তাগুলো পুনরুদ্ধার এবং স্টেশনের চারপাশে শৃঙ্খলা ফেরাতে আজকের এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রেখেছে।
স্থানীয় যাত্রীরা জানান,আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। প্রতিদিন মেট্রোরেল ব্যবহার করতে গিয়ে যেভাবে হকারদের ভিড়,দখল,শব্দদূষণ ও ভোগান্তির মুখে পড়তে হতো— আজ যেন তার অবসান ঘটেছে। সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসনকে তারা ধন্যবাদ জানিয়েছেন।
নগরবাসীর অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, শুধু মোহাম্মদপুর নয়,ঢাকার প্রতিটি মেট্রোরেল স্টেশন এলাকাতেই যেন এ ধরনের সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। যেখানে সেনাবাহিনী, পুলিশ এবং সিটি করপোরেশন একযোগে কাজ করবে।
তারা আরও বলেন,মেট্রোরেল যেমন আধুনিক নগর ব্যবস্থাপনার প্রতীক,তেমনি তার পরিপার্শ্ব— বিশেষ করে প্রবেশপথ, ফুটপাত,স্টেশন চত্বর— হকারমুক্ত,পরিচ্ছন্ন ও নিরাপদ হওয়া জরুরি।
সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে,এ ধরনের অভিযান পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনেও পরিচালনা করা হবে। মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা,স্বাচ্ছন্দ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।