নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকা থেকে ১৪টি মামলার পলাতক আসামী নজরুল ইসলাম আরাফাত (৩২) নামে এক পেশাদার অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর ডাকনাম ‘ইয়াবা নজরুল’।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে র্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালী এবং র্যাব-৪,মিরপুরের যৌথ আভিযানিক দল কালশী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
নজরুলের বিরুদ্ধে অস্ত্র,মাদক,চাঁদাবাজি,ডাকাতি ও হত্যা মামলা সহ মোট ১৪টি মামলা রয়েছে। এছাড়াও তিনি বেগমগঞ্জ থানার চাঞ্চল্যকর জাকির হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামী ছিলেন।
র্যাব সূত্রে জানা যায়,দীর্ঘদিন পলাতক থাকার পর নজরুল গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিল। র্যাব-১১ ও সিপিসি-৩ নোয়াখালীর আভিযানিক দল তাকে ধরতে গোয়েন্দা কার্যক্রম চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়েছে। এরপর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নোয়াখালী,চট্টগ্রামসহ বিভিন্ন থানায় দায়েরকৃত মামলা সমূহের মধ্যে রয়েছে: অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,পেনাল কোডের বিভিন্ন ধারায় ডাকাতি ও হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধ।
র্যাবের সিনিয়র কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু জানান,"র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে আসছে। পেশাদার ও চাঞ্চল্যকর অপরাধীদের গ্রেফতার আমাদের প্রধান লক্ষ্য।"