আল রাফি, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মেয়ে জামাই'র হাতে মারধরের শিকার শ্বশুর। জানা গেছে, বাউফল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গত সোমবার সন্ধ্যার পরে এ ঘটনা টি ঘটে। পরে স্হানীয়রা আহত ব্যক্তি কে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে উক্ত আহত ব্যক্তি মনির (৫০) চিকিৎসা আছেন। আহত মনির সাংবাদিকদের বলেন, তার একমাত্র মেয়ের স্বামী সাকিব যৌতুকের দাবিতে এর আগেও একাধিকবার তাকে শারীরিক ও মানুষিক নির্যাতন করেছে। “এবারও তাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। তিনি এ বিষয় আইনের আশ্রয় নেবেন বলে জানান।আহত মনির এর বোন শিল্পী (৩৫) গণমাধ্যমের প্রতিনিধিদের জানান, তাঁর ভাতিজি জামাই সাকিব নিয়মিত যৌতুক দাবি করে এবং না পেলে তাঁর ভাইয়ের মেয়েটিকে শারীরিকভাবে নির্যাতন করে। তারা কয়েক দফায় লোন নিয়ে টাকা দিয়েছে তাকে। তবুও শান্তি নেই তাদের সংসারে। উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী আবদুস সালাম (৬০) সাংবাদিকদের জানান, সাকিব টাকা নিয়ে নেশা করে। আর টাকা না পেলে শ্বশুরসহ পরিবারের ওপর নির্যাতন চালায়।
স্থানীয় বাসিন্দা মানিক (৫৫) বলেন, “এটা আসলে পারিবারিক দ্বন্দ্ব। যৌতুক বা নেশার বিষয় নয়। আমরা একাধিকবার সালিশ করেছি, আবারও বসতে হবে।”
এ ব্যপারে অভিযুক্ত জামাই সাকিবের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তাঁর মুঠোফোন নম্বর সংগ্রহ করা যায়নি। এ জন্য তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।