রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। মাত্র ১২০ টাকা সরকারি ফি জমা দিয়েই বাংলাদেশ পুলিশের চাকরি পেলেন ১৫ জন নারী-পুরুষ।
“সেবার ব্রতে চাকরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে জুন-২০২৫ এর টিআরসি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজবাড়ী ড্রিল শেড পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর প্রাথমিকভাবে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অনেকে আবেগে অশ্রুসিক্ত হয়ে বাংলাদেশ পুলিশে যোগদানের অনুভূতি ব্যক্ত করেন।
পুলিশ সুপার নির্বাচিত প্রার্থীদের উদ্দেশে বলেন, সততা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তারা যেন বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।