নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৫ কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ টিম কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৫ কোটি ১৩ লাখ টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২ হাজার ২৮২ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। ট্রাকচালককে আটক করা হলেও মুচলেকা নিয়ে ট্রাকসহ তাকে ও তার সহকারীকে ছেড়ে দেওয়া হয়েছে।
জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।