নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জুলাই অভ্যুত্থানের ঘটনায় রাজধানীর বনশ্রীতে সালাউদ্দিন সুমন হত্যা মামলায় গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সন্ধ্যায় পশ্চিম আগারগাঁও এলাকায় খিলগাঁও থানা পুলিশের একটি বিশেষ অভিযানে গোপালগঞ্জের যুবলীগ নেতা ফিরোজ মাহমুদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি খিলগাঁও থানার দায়ের হওয়া সালাউদ্দিন সুমন হত্যা মামলার আসামি। মামলার বাদী ভিকটিমের স্ত্রী ফাতমা আক্তার তমা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই সন্ধ্যা আনুমানিক ৬টায় দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিল। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে সালাউদ্দিন সুমন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায় বুধবার সন্ধ্যায় পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে এস এম ফিরোজ মাহমুদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।