নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলো,মো.আব্দুল কাদের (৩৯),ইসমাইল (২৫), নাজমুল হোসেন (২৬),মোহাম্মদ দুলাল (৩৬),অন্তর হাসান সজিব (৩০),মোহাম্মদ সানি(২৮), পাপ্পু (৩৩),জামিল হোসেন (৪২),আনোয়ার হোসেন কালো (২৪),মাহমুদুল হাসান সাব্বির (৩২),মোহাম্মদ জাকির (৪০),মো.স্বপন (২৪), মোহাম্মদ হৃদয় (২৪),মো.সবুজ (৩৫),সোহাগ সরদার (২৯),আরমান (৪৫),নাসির দেওয়ান (৪৩),বাবুল (৪৫), মোহসিনা জাহান (৩২) ও নাজমুল হোসেন (৩৪)।
এদের মধ্যে নারী শিশু আইনে ১জন,দূসত্যা মামলায় ২ জন, ডিএমপি ভুক্ত ২জন,পরোয়ানা মূলে ৪ জন,মাদক মামলায় ৯ জন,বিভিন্ন মামলায় ২ জন।
এসময় তাদের কাছ থেকে ৯৬ পিস ইয়াবা,৫টি হিরোইন পোটলা,দুইটি স্টিলের তৈরি সামুরা, একটি সামুরা,দুইটি মরিচা ধরা স্টিলের তৈরি সামুরাই,২স্টিলের তৈরী চাপাতি,১টি তৈরীকৃত চাইনিজ কুড়াল,৩টি পুরাতন মোবাইল ফোন,যাহার মধ্যে ২টি বাটন মোবাইল ও ১টি অ্যান্ড্রয়েড samsung উদ্ধার করা হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মেহেদী হাসান বলেন,শনিবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।