নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীর হাতিয়া থানাধীন সমুদ্র এলাকায় তলদেশ ফেটে অর্ধ নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকা একটি বাল্কহেডসহ ৪ জন ক্রুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর।
রবিবার (১৪ সেপ্টেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ১১ সেপ্টেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকা থেকে ইট বহনকারী “দুই বোন পরিবহণ” নামক বাল্কহেড চারজন ক্রুসহ নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে।
তিনি বলেন, “১৩ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে হাতিয়ার চরঈশ্বর গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় বাল্কহেডটির তলদেশ ফেটে অর্ধ নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে। স্থানীয় ঘাটের সভাপতি কোস্ট গার্ডকে অবগত করেন। তথ্যের ভিত্তিতে বিকেল ৫টায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উক্ত এলাকায় বাল্কহেডসহ ৪ ক্রুকে উদ্ধার করা হয় এবং পরে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।”
সিয়াম-উল-হক আরও জানান, “বাংলাদেশ কোস্ট গার্ড মানবতার সেবায় ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।”