নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের (কার্যক্রম নিষিদ্ধ) আরও চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চারঘাট উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন (৪২), পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মনির (৪৮), কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা জাহান (৪০) এবং গাজীপুরের টঙ্গী থানা যুবলীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান টিটু (৫২)।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, একই দিন রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে কাজী মাহমুদুল হাসান মামুনকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ধানমন্ডি ওয়্যারলেস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান মনির ও সালমা জাহানকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।
এছাড়া রাত ১১টা ৪৫ মিনিটে খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিবি-সাইবার বিভাগ মো. মোস্তাফিজুর রহমান টিটুকে গ্রেফতার করে।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।