নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি টিম রাজধানীর মিরপুর মডেল থানাধীন শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা থেকে বরগুনার বেতাগী উপজেলার স্থানীয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুছ আলী ওরফে ইলিয়াসকে গ্রেফতার করেছে।
সোমবার(১৫ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয় বলে ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া জানান।
ইউনুছ আলী বরগুনার বেতাগী উপজেলার ৫ নম্বর বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। একই ইউনিয়নের যুবলীগেরও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।
ডিবি কর্মকর্তারা জানান,গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউনুছ আলীর বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল হাকিম প্যাদা।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।