নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ কারা অধিদপ্তর সেপ্টেম্বর ২০২৫ মাসকে ‘মাদকবিরোধী কার্যক্রমের মাস’ ঘোষণা করেছে। এ উপলক্ষে দেশের সব কারাগারে মাদকবিরোধী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,বর্তমান বিশ্বে মাদকের ভয়াবহতা প্রকট রূপ নিয়েছে। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটেও মাদকের প্রভাব উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। দেশের কারাগারসমূহও এই ক্ষতিকর প্রভাব থেকে বাইরে নয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জেল মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কারা এলাকায় মাদক নির্মূলে স্থানীয় কারা প্রশাসন,সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় নানাবিধ কার্যক্রম গ্রহণ করছে। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে আগত দর্শনার্থী ও কারাভ্যন্তরে প্রবেশকালে সকল বন্দি এবং কারা কর্মকর্তা/কর্মচারীদের বিশেষ তল্লাশী এবং কারারক্ষী,বন্দি,আগত দর্শনার্থীদের জন্য মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম।
এছাড়া এ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সম্প্রতি কারা অধিদপ্তর নিজস্ব ডোপ টেস্টের মাধ্যমে সন্দেহভাজন কারা বন্দি/কর্মচারীদের ডোপ টেস্ট করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে সম্ভাব্য মাদক সেবীদের চিহ্নিত করে তাদের অধিকতর নজরদারী এবং প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনা যায়।
কারা অধিদপ্তর জানায়,"রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ" এই মূলমন্ত্রকে সামনে রেখে দেশের কারাগারসমূহে আগত সমাজের বিপদগামী লোকদের নানাবিধ কার্যক্রমের মাধ্যমে সংশোধন করা এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সঠিক প্রশিক্ষণ প্রদান করে দক্ষ মানবসম্পদ হিসেবে সমাজে পুনর্বাসন করার লক্ষ্যে বাংলাদেশ জেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।