নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে মো. স্বাধীন মিয়া (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান ডিবি'র যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট) সৈয়দ হারুন অর রশিদ।
এদিন রাজধানীর পল্লবী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গ্রেফতারের সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন,একটি ল্যাপটপ ও আটটি সিম জব্দ করা হয়।
সৈয়দ হারুন অর রশিদ বলেন,সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি টিম সোশ্যাল মিডিয়া মনিটরিং করার সময় ''জাহিদ খান (অল এক্সাম হেল্পার) নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস ও সরবরাহের চটকদার পোস্ট নজরে আসে। সেগুলো মধ্যে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) পদের MCQ পরীক্ষা ইত্যাদির '১০০% কমন অরিজিনাল কপি'পোস্ট রয়েছে।
তিনি আরো জানান,বিষয়টি নজরে এলে গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ফেসবুক আইডি চালানো স্বাধীনের অবস্থান সনাক্ত করে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জানায়, সোশ্যাল মিডিয়ায় একটি ফেক প্রোফাইল পরিচালনা করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে অগ্রীম অর্থ নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত সে। এভাবে সে ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশ/নগদ/রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
তিনি বলেন, গ্রেফতারকৃত স্বাধীনের ''জাহিদ খান'' নামের ওই ফেসবুক অ্যাকাউন্টে নামের পাশে ব্রেকেটে লেখা আছে ''অল এক্সাম হেল্পার''। বায়োতে লেখা আছে, ''টাকা বিনিময়ে প্রশ্ন সরবরাহ করি, রেজাল্ট পরিবর্তন করে দেই। হেল্প লাগলে ইনবক্স করুন।''
গ্রেফতারকৃত স্বাধীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিবি'র যুগ্ম পুলিশ কমিশনার।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।