নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
সিরাজগঞ্জের তাড়াশে একটি ব্যাটারি কারখানায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার অন্যতম মূল হোতা ও পাঁচটি ডাকাতি মামলার আসামি রুহুল আমিনকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব জানায়,গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর থানার সিএমবি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ১৩ মার্চ রাত ১১টার দিকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার বারুহাস ইউনিয়নে অবস্থিত একটি পুরাতন ব্যাটারি কারখানায় বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটে।
র্যাব সূত্রে জানা গেছে, ওই রাতে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত ২৫-৩০ জনের একটি ডাকাতদল কারখানায় ঢুকে শ্রমিকদের হাত-পা বেঁধে মারধর করে এবং জিম্মি করে রাখে। ডাকাতরা কারখানা থেকে ৭০ হাজার টাকা নগদ, ১০ টন পুরাতন ব্যাটারির প্লেট, ৩ টন সীসা, ১২০০ কেজি ব্যাটারির সরঞ্জামসহ প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল একটি কাভার্ড ভ্যানে করে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় কারখানার মালিক মো. শয়নুল ইসলাম বাদী হয়ে তাড়াশ থানায় একটি ডাকাতি মামলা করেন।
র্যাব-১ জানায়, ঘটনার পর থেকে আসামিদের শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে তারা। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মামলার অন্যতম প্রধান আসামি রুহুল আমিন শ্রীপুরের সিএমবি বাজার এলাকায় আত্মগোপনে আছে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রুহুল আমিন সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার বড় পোঙতা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির মোট পাঁচটি মামলা রয়েছে।