নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলগুলো নেতৃত্ব দেওয়ার অভিযোগে তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান আশরাফুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গাজীপুর জেলার কাশিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর তেজগাঁওয়ের ইন্দিরা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।
এদিন সন্ধ্যায় তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,সম্প্রতি রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় আওয়ামী লীগের মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত আশরাফুল আলমের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এছাড়া ফেইসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন মিছিলে নেতৃত্ব দেওয়ারও প্রমাণ পাওয়া গেছে তার মোবাইল ফোন থেকে।
ওসি আরও জানান,তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।