নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর বাজারের একটি মার্কেটের দ্বিতীয় তলার আবাসিক বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর বাজারের একটি মার্কেটের দ্বিতীয় তলার আবাসিক বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদিরপুর বিওপি’র প্রধান গেইট থেকে প্রায় ১০ গজ উত্তর–পূর্ব দিকে অবস্থিত ওই বাসাটি ছিল স্থানীয় মো.বাবু মিয়া (৩৫),পিতা মৃত ওয়ালিউল ইসলাম,গ্রাম বিদিরপুর,পোস্ট পিরিজপুর,থানা গোদাগাড়ী,জেলা রাজশাহী এর।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বিদিরপুর বিওপি ক্যাম্পে অবস্থানরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। একইসঙ্গে গোদাগাড়ী ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে বিজিবির সঙ্গে যৌথভাবে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেয়।
বিজিবি,ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনসাধারণের সমন্বিত তৎপরতায় প্রায় ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক,জানিয়েছেন,“বিজিবি সর্বদা জনগণের পাশে আছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জননিরাপত্তার ক্ষেত্রেও আমাদের সদস্যরা সর্বাত্মক দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।”
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।