নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ঢাকায় এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো.রেজাউল করিমের সঙ্গে বৈঠকে করেছেন যুক্তরাষ্ট্রের এফবিআই ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এটিইউ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে নেতৃত্ব দেন শ্রীলঙ্কা এফবিআইয়ের অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে কেইস ফেরেল।
প্রতিনিধি দলে আরও ছিলেন— সুসান ফিনবি (স্টাফ-অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট, এফবিআই), রবার্ট জে ক্যামেরন (অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে, এফবিআই, ঢাকা) এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পুলিশ লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম।
বৈঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাম্প্রতিক সন্ত্রাসবাদ-সংক্রান্ত পরিস্থিতি, উগ্রবাদের বৈশ্বিক প্রবণতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থাসহ নানামুখী বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মার্কিন প্রতিনিধি দল এটিইউ-এর চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করার আগ্রহ জানায়।
বৈঠকে এটিইউ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তি আরও জোরদার করতে এবং তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।