নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
রাঙ্গামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও জেলা পুলিশ সুপারের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
সভায় পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন,পুলিশ জেলার আইন শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে বাস্তব পদক্ষেপ নেবে,আর সংবাদকর্মীরা তথ্য,প্রচার ও জনমত গড়ে তোলার কাজ করবে। দুই পক্ষ একসাথে কাজ করলে জেলা পর্যায়ে আইন-শৃঙ্খলা,মাদক নিয়ন্ত্রণ এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম অনেক বেশি কার্যকর হবে।
এসময় পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক আস্থা ও সমন্বয় সমাজের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
আলোচনা সভায় সাইবার অপরাধ প্রতিরোধ দমন,দুর্নীতি প্রতিরোধ,কাপ্তাই লেক ও পর্যটন উন্নয়ন,সামাজিক সম্প্রীতি ও সংস্কৃতি সংরক্ষণ বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।