নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার কোতোয়ালী থানাধীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) পূজামণ্ডপে পৌঁছালে পুলিশ সুপারকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ স্বাগত জানান। এ সময় তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজায় আগত হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কর্তব্যরত পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।