নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলো, সাগর (২২),সাইফুল ইসলাম রাব্বি (২৮), আবু সুফিয়ান (২৯),আব্দুর রহমান মানিক (৩৬),হাবিবুর রহমান ফরহাদ (৩১),শাহীন (৩৮),ইসমাইল (২২),রাজু (২৮),আনিস (২১),বশির (৩২),ওমর হায়দার জিম্মু (৩১), সুলতান (২৮),নাসিম (৪৫),সাদ্দাম (২৮),রাজু (৩৪), মো. চাঁন (২৫),সানি (২৮),সোহান (৩০),হানিফ (৪২), জনি আলী (২৮),আলমগীর (৪০),রাসেল (২৬),হৃদয় (২৭),আবু সাঈদ (১৯),আরমান (৩০),সাজ্জাদ হোসেন ইমন (১৯),সজীব (৪০),শাকিব (২৫) ও আকাশ (১৯)। এদের মধ্যে নিয়মিত মামলার আসামি,মাদক মামলার আসামি,চাঁদাবাজি মামলার আসামি,পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত লম্বা ছুরি ,একটি লোহার হাতলযুক্ত চাপাতি ,নগত চারশত টাকা,৩০০ গ্রাম হেরোইন এবং ৭৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।