নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মায়ানমারে মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ সিমেন্ট পাচারের সময় ২৪ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত দুটি বোট এবং ৮৫০ বস্তা সিমেন্ট, যার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ২৫ হাজার টাকা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক আজ ৩০ সেপ্টেম্বর মধ্যরাত ১টায় চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়,অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে কার্গো বোট থেকে ফিশিং বোটে সিমেন্ট হস্তান্তর করা হচ্ছে, যার গন্তব্য ছিল মায়ানমার।
অভিযানে পাচারকারীদের আটক করার পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত দুটি বোট এবং বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়। পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে সমুদ্রপথে চোরাচালান রোধে অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।