নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পাঁচ দিনের সরকারি সফরে বুধবার (১ অক্টোবর) তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তুরস্কের বিমানবাহিনীর কমান্ডারের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ১ থেকে ৫ অক্টোবর দেশটি সফর করবেন। সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান তুরস্কের বিমানবাহিনীর কমান্ডার, দেশটির প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।
এছাড়াও, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। সরকারি সফর শেষে আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।