নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে কোম্পানীগঞ্জ থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।
বুধবার (১ অক্টোবর) দুপুর থেকে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের ক্রাইম ইন্সপেক্টর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা তিনি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় পূজামণ্ডপে আগত পূজারী,পুণ্যার্থী ও ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন অতিরিক্ত পুলিশ সুপার। পাশাপাশি তিনি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম বলেন,শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে নোয়াখালী জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।