নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। বুধবার গভীর রাতে করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘরে এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী-শিশুসহ লোকজনকে ওই এলাকায় বন্দি করে রাখা হয়েছে। পরে যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানায়, মানব পাচারকারীদের চিহ্নিত ও আটক করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মানব পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।