নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল কাদের ভুইয়া যোগদানের ২২দিনে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতার ৮৪ আসামীকে গ্রেফতার এবং মাদক, ধারালো অস্ত্র ও গাড়ী উদ্ধার করা হয়। অপরাধী দমনে এমন অভিযানে হাটহাজারীর জনসাধারনের মাঝে পুলিশের প্রতি আস্থা ফিরে পেয়েছে।
সুত্রে জানায়, বাংলাদেশ পুলিশ বাহিনীর চৌকস পুলিশ অফিসার মঞ্জুরুল কাদের ভুইয়া ওসি হিসেবে ৮ সেপ্টেম্বর যোগদান করে। যোগদানের পর থেকে থানার পুলিশ অফিসারদের দায়িত্বশীল করে তোলেন এবং জনসাধারনের জান-মালের রক্ষার্থে অপরাধীদের গ্রেফতারে কঠোর হন। এতে করে ৩০ সেপ্টেম্বরের পর্যন্ত হাটহাজারী থানাধীন
নিয়মিত মাদক মামলায় ৬ জন, পরোয়ানামূলে (সিআর) ২০ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২জন, কাঃবিঃ আইনের ৫৪ ধারায় ৪ জন,পরোয়ানামূলে (জিআর) ৬ জন,নিয়মিত মামলায় (তদন্তে সন্দিগ্ধ) ৫ জন, পরোয়ানামূলে (সিআর সাজা) ১০ জন, নিয়মিত মামলায় (এজাহার নামীয়) ২০ জন, কাঃবিঃ আইনের ১৫১ ধারায় ৫ জন, পেনালকোডের ২৯০ ধারায় ৫ জন ও পরোয়ানামূলে (জিআর সাজা) ১ জনকে গ্রেফতার করে। তারমধ্যে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০গ্রাম গাঁজা, ৩২ লিটার চোলাইমদ, চট্টগ্রাম-থ ১৪-৮১৭৪ নাম্বারে নিবন্ধিত ১টি সিএনজি চালিত অটোরিকশা, টিপ গিয়ার ছুড়ি ৪টি এবং ধারালো লম্বা দা ৩টি উদ্ধার করে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও গুজব প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখে পুলিশ। হাটহাজারী থানাধীন প্রতিটা পূজামন্ডপে পুলিশের তৎপরতা ছিলো লক্ষণীয়। নতুন ওসি যোগদানের পর পুলিশের অভিযান ও পূজামন্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণ দেখে জনমনে স্বস্তি দেখা গেছে।
গ্রেফতার ও মাদক, ধারালো অস্ত্র এবং সিএনজি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, আমি শুধুমাত্র আমার সঠিক দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এসবে জনমনে স্বস্তি দেখা গেলেও আমি কিন্তু সন্তুষ্ট না, কারণ আমি আরো বেশি আশাবাদী। অপরাদ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।