নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মা ইলিশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে আজ নৌ পুলিশের উদ্যোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মিরগঞ্জ ফেরিঘাট এলাকায় অনুষ্ঠিত হয় বিশেষ সচেতনতামূলক কার্যক্রম।
কর্মসূচিতে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে স্থানীয় জেলে,ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এক শিশুকে মনোযোগ দিয়ে সচেতনতামূলক লিফলেট পড়তে দেখা যায়— ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ইলিশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এই দৃশ্যটি হয়ে ওঠে এক অনুপ্রেরণার প্রতীক।
আজ বিশ্ব শিশু দিবস উপলক্ষে কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল। শিশুর জন্য করবো কাজ,রক্ষা করবো মা ইলিশ আজ।
নৌ পুলিশ জানায়,মা ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধের বিষয়ে জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম বরিশাল অঞ্চলের বিভিন্ন ঘাট ও বাজার এলাকায় অব্যাহত থাকবে।