নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর খিলক্ষেতে ৫৫২ বোতল (৪৩২ লিটার) বিদেশি মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। এ সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।
র্যাব-১ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,৬ অক্টোবর সকালে গোপন তথ্য ও প্রযুক্তি নির্ভর গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লার নাঙ্গলকোট থানার মৃত ইউনুস আলীর ছেলে এবং বর্তমানে মোহাম্মদপুরের পশ্চিম জাফরাবাদে বসবাস করেন।
সোমবার (৬ অক্টোবর ) র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা এ তথ্য জানান।
তিনি জানান,ডিএমপির খিলক্ষেত থানা এলাকায় একটি বড় মাদকের চালান আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে তারা মাস্তুল চেকপোস্ট এলাকায়,কাঞ্চন সেতু লেখা লোকেশন বোর্ডের নিচে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। সেখানেই হলুদ রঙের একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।
শাহ আলম জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা মদের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে জানায় র্যাব। উদ্ধার করা মদ ও পিকআপ ভ্যানটি তার নিয়ন্ত্রণাধীন ছিল বলে স্বীকার করেন।
র্যাব জানায়, এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।