নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ভুয়া মালিক সেজে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রি করে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় সেলিম শেখ (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রবিবার (৫ অক্টোবর) খুলনার ডুমুরিয়া থানার বালিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান,প্রতারক চক্রটি একটি কাল্পনিক প্রতিষ্ঠানের নামে ভুক্তভোগীদের কাছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রির প্রলোভন দেখিয়ে ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করে। প্রতারণার অংশ হিসেবে তারা মিথ্যা ওয়ার্ক অর্ডার প্রস্তুত করে,অফিস সাজিয়ে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করে অর্থ হাতিয়ে নেয়।
ঢাকার শ্যামপুর থানায় গত বছরের ৮ মার্চ এ সংক্রান্ত একটি মামলা হয়। পরবর্তী সময়ে মামলার তদন্তের দায়িত্ব সিআইডির কাছে অর্পণ করা হয়।
ইতোপূর্বে এ মামলায় পাঁচজন আসামি গ্রেফতার হয়েছে। গত জানুয়ারি মাসে গ্রেফতার আসামি হুমায়ুন কবীরের ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দিতে সম্প্রতি গ্রেফতার সেলিম শেখের সক্রিয় সম্পৃক্ততার তথ্য প্রকাশ পায়।
আসামি সেলিম শেখ গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে মোবাইল সিম ব্যবহার করে গা-ঢাকা দিয়ে চলছিল। তবে সিআইডির নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে আজ সোমবার (৬ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একই ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।