নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১,সিপিসি-৩, নোয়াখালীর অভিযানে মাদক ও বিশেষ ক্ষমতা আইনের চারটি মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুরুল আলম তারেক (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) রাতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,শনিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকায় মায়ের দোয়া অটো স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়,গ্রেফতারকৃত মঞ্জুরুল আলম তারেক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা জহিরুল আলম আলমগীর, মাতা মোমেনা খাতুন।
জানা যায়,তার বিরুদ্ধে নোয়াখালী জেলার বিভিন্ন থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে চারটি মামলা রয়েছে। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
র্যাব জানায়,সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে মঞ্জুরুল আলম তারেককে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার আসামি হওয়া স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,ব্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন,অপরাধীদের গ্রেফতার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। জঙ্গি,মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, ধর্ষণকারী ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।