নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আজ বুধবার (৮ অক্টোবর) জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড.এস.এম.ফরহাদ হোসেন এবং সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসিম উদ্দিন চৌধুরী।
সভায় পুলিশ সুপার জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রম,ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি ও গোয়েন্দা কার্যক্রম জোরদারকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পেশাগত দায়িত্বশীলতা, পারস্পরিক সমন্বয় ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,সকল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।