নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় অবৈধভাবে ইলিশ শিকার করার অভিযোগে ৩০ হাজার মিটার কারেন্ট জাল,২টি ইঞ্জিনচালিত বোট ও ২০ কেজি ইলিশ মাছসহ ১৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান,ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫) চলাকালীন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ,মজুদ,বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় কোস্ট গার্ড নদী ও উপকূলে ২৪ ঘণ্টাব্যাপী টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৮টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি দল মেঘনা নদীর মোহনা ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালায়।
অভিযানে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ হাজার টাকা মূল্যের ২০ কেজি ইলিশ মাছ এবং ২টি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১৭ জন জেলেকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান,আটককৃতদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা জাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নষ্ট করা হয়, জব্দ মাছ স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়, এবং বাকি ১৬ জন জেলে ও বোট চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।