দিনাজপুর প্রতিনিধি নয়ন রায়
আজ (০৩ নভেম্বর ২০২৫,ইং সোমবার) গান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে শিশুদের বিদ্যালয়গামী করা ও শিক্ষার্থীদের মানোন্নয়ন বিষয়ক আলোচনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক স্বপন শর্মা।
এসময় অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন —
> “শিক্ষা কেবল পুঁথিগত জ্ঞান নয়, এটি চরিত্র গঠন, মূল্যবোধ সৃষ্টি ও আলোকিত সমাজ গঠনের মূল ভিত্তি। প্রতিটি শিশুই সম্ভাবনাময়; প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ।”
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এই উঠান বৈঠকটি শিশুদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।
শিক্ষাই জাতির মেরুদণ্ড — আসুন, প্রত্যেকে হই শিক্ষার সহযাত্রী।