মিঠুন কুমার রায় স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের দুটি আসনে দলের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঠাকুরগাঁও-৩ আসনে প্রবীণ নেতা জাহিদুর রহমান জাহিদ দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে,আজ সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন চিঠি হস্তান্তর করা হয়। মনোনয়ন পাওয়ার পর দুজনই দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ঠাকুরগাঁও বিএনপির স্থানীয় নেতারা জানান, মনোনয়ন চূড়ান্ত হওয়ায় জেলার নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।