বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বোয়ালমারী গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোঃ মাহাবুব ইসলাম (পিতা: মৃত গনি মিয়া) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বোয়ালমারী মৌজার দাগ নং ১৩৯-১৪০ এর ৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে ওই জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে মাহাবুব ইসলাম আহত হন।
ঘটনায় বিবাদী পক্ষ হিসেবে অভিযুক্ত রয়েছেন মোঃ শফিকুল ইসলাম, মোঃ আল-মামুন (পিতা: মৃত আব্দুল লতিফ), মোঃ নজরুল ইসলাম, তমিজ উদ্দীন (পিতা: ওয়াজ উদ্দীন) এবং মোঃ মোকছেদুল (পিতা: তমিজ উদ্দীন)।
আহত মাহাবুব ইসলামকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও স্থায়ী সমাধান হয়নি।