পঞ্চগড় জেলা প্রতিনিধি মো:আরিফুল ইসলাম ইরান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান দলীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় পঞ্চগড়-১ আসনে মনোনয়ন পেয়েছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। তিনি সাবেক জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিনের ছেলে। ধানের শীষ প্রতীক নিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন একাধিকবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এবার সেই ধানের শীষের প্রতীক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলের হাতে মনোনয়ন ঘোষণার পর থেকেই জেলা বিএনপিতে উচ্ছ্বাস বিরাজ করছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ বলেন, সুযোগ্য সন্তানের হাতে দলের প্রতীক তুলে দেওয়া সঠিক সিদ্ধান্ত। তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থী নওশাদ জমিরের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।
পৌর বিএনপির ১নং সদস্য শামসুজ্জামান বিপ্লবের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিনের জনপ্রিয়তা ও জনগণের আস্থা বিএনপির বড় সম্পদ। সেই উত্তরাধিকার নিয়েই এবারও পঞ্চগড়ে ধানের শীষ বিজয়ের পথে থাকবে।