নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর / প্রশাসনিক কর্মকর্তাদের সাথে উপজেলা হলরুমে ৫ নভেম্বর বুধবার সকাল ১০টায় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।
সবার উদ্দেশ্য বর্ণনা করেন করেন মোছা: রুবি আক্তার জেলা ম্যানেজার।
সভাটি সঞ্চালনা করেন করেন উপজেলা সমন্বয়কারী মোছাঃ রাশেদা আক্তার অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ ।
সভায় গ্রাম আদালতের মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা করেন, ফেব্রুয়ারি ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত মামলা তথ্য উপস্থাপন করা হয় এবং প্রতিটি ইউনিয়নের মামলা গ্রহনের লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয় আলোচনা করা হয়।
রাণীশংকৈল উপজেলার আটটি ইউনিয়নের মোট মামলার সংখ্যা ৫৪৭ নিষ্পত্তি ৫৩২ অপেক্ষমান মামলার সংখ্যা ১৫ টি।
ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জসমূহ শিক্ষনীয় দিক নিয়ে আলোচনা করেন উপজেলা সমন্বয়কারী গ্রাম আদালত সক্রিয় করণে প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়। তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়নসমূহের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয় এবং করণীয় দিক সমূহ নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপসমূহ দিকনির্দেশনামূলক আলোচনা করা হয় এবং গ্রাম আদালতের ফরম ফরমেট ও রেজিস্ট্রার বিতরণ করা হয়।
সবশেষে উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথির বক্তব্য এবং দিকনির্দেশনা মূলক আলোচনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সবার সমাপ্তি ঘোষনা করেন।