গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ দিনাজপুর। প্রতিনিধি।
দিনাজপুরের কাহারোলে শুরু হয়েছে উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী কান্তজিউর রাস মেলা। পূজা-অর্চনার মধ্য দিয়ে বুধবার (৫ নভেম্বর) রাত ১২টা ১ মিনিটে রাধা-কৃষ্ণের বিগ্রহে পূজা অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই মাসব্যাপী মহোৎসবের।
দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির—যা উত্তরবঙ্গের ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক। প্রতিবছরের মতো এবারও মন্দির চত্বরে বসেছে মাসব্যাপী রাস মেলা, যেখানে ভক্তদের ঢল নেমেছে দূর-দূরান্ত থেকে।
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও প্রতিবেশী ভারত ও অন্যান্য দেশ থেকে আগত ভক্ত, দর্শনার্থী ও পর্যটকে ইতিমধ্যেই মুখরিত হয়ে উঠেছে কান্তজিউ মন্দির প্রাঙ্গণ। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও মেলায় বসেছে নানান বিনোদনমূলক আয়োজন, সার্কাস, যাদু প্রদর্শনী, প্রদর্শনী স্টল ও হরেক রকমের দোকানপাট।
নিরাপত্তা নিশ্চিতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মেলার সার্বিক তত্ত্বাবধানে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম।
বুধবার বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা প্রশাসক ও দিনাজপুর রাজ দেবত্তোর এস্টেটের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
স্থানীয় ভক্ত ও দর্শনার্থীরা জানান, প্রতি বছর এই মেলাকে ঘিরে কাহারোল যেন উৎসবে রূপ নেয়। এখানে এলে মন ভরে যায় ভক্তি ও আনন্দে।
মাসব্যাপী চলা এই রাস মেলা চলবে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা পর্যন্ত। ভক্তদের পদচারণায় এবং ধর্মীয় উৎসবের ছোঁয়ায় কান্তজিউ মন্দির এলাকা এখন সত্যিই এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মিলনমেলা।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।