মাহবুবঃ
প্রতিনিধি,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নিবন্ধন ও শাপলা কলি প্রতীক অর্জন উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর এনসিপির মিরপুর বিভাগের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর ২০২৫) বিকেল ৫টায় রাজধানীর মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মিরপুর জার্মান টেকনিক্যাল মোড় ঘুরে মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড অতিক্রম করে সরকারি বাংলা কলেজের সামনে এসে শেষ হয়।
মিছিলটির নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মনসুর। তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি এখন জনগণের দলে পরিণত হয়েছে। নিবন্ধন ও শাপলা কলি প্রতীক অর্জন আমাদের রাজনৈতিক যাত্রায় এক ঐতিহাসিক পদক্ষেপ।
মিছিলে উপস্থিত নেতা-কর্মীরা উচ্ছ্বাসে শ্লোগান দিতে থাকেন “শাপলা শাপলা, দিল্লি না ঢাকা-ঢাকা, ঢাকা!” এনসিপির মার্কা শাপলা, শাপলা।
পুরো মিরপুর এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই আনন্দ মিছিল।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।