সিরাজুল ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি;
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রতিবছরের ন্যায়এবছর ও আগাম জাতের শীতকালীন শাক -সবজি বাজারে উঠতে শুরু করেছে তার পসরা সাজিয়ে কেনাবেচায় ব্যস্ত সময় পার করছে ক্রেতা এবং বিক্রেতারা। হেমন্তের শেষে আর কয়েকদিন পর আসবে শীতকাল কিন্তু এরই মধ্যে সকালে শীতের একটু আচ জানান দিচ্ছে শীত আসবে। সকাল হতে না হতে কৃষকেরা তাদের ক্ষেতের তাজা শাক সবজি বিক্রির জন্য বাজারে নিয়ে আসে। শীতকালীন সবজির মধ্যে , বেগুন, ফুলকপি, বাধাকপি,গাজর,টমেটো, মিষ্টি কুমড়া, পালংশাক, লালশাক, মুলা, কাচামরিচ, ইত্যাদি। বাজার ঘুরে দেখা যায়, শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা। বাজারে শিমের কেজি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ৬০-৮০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৫০ টাকা, লাউ প্রতিটি আকারভেদে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০-৫০ টাকা, চিচিঙ্গা ৫০, পটল ৫০-৬০, ঢেঁড়স ৪০-৫০কচুর লতি ৭০-৮০, পেঁপে ৩০-৪০, বরবটি ৫০ ও ধুন্দুল ৬০-৭০ টাকা কেজি।ফুলকপি২০-৩০টাকা দরে
এসব বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়।
এছাড়া বাজারে পাগরী আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে১০০-১১০ টাকা। এসব বাজারে রসুনের কেজি ১০০-১২০ টাকা। আদা ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজি বিক্রেতা আনোয়ার হোসেন জানান,আর কয়েক দিন পর ধীরে ধীরে আরো সবজির দাম কমতে শুরু করবে, তবে ফুলকপির দাম মনে হচ্ছে আরো কমবে, সবজি ক্রেতা সাইফুল ইসলাম জানান, বাজারের নিত্যনতুন শীতকালীন, তাজা সবজি উঠতে শুরু করেছে মূল্য একটু বেশি মনে হলেও একটু বাজারে আগের তুলনায় স্বস্তি রয়েছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।