মোঃ রেজাউল করিম নিজস্ব প্রতিবেদক:
👉"বিংশ শতাব্দীর মুসলিম জাগরণের অন্যতম নকীব, মানবতাবাদী অমর কবি আল্লামা মুহাম্মদ ইকবালের ১৪৮তম জন্মবার্ষিকী আজ। বিশ্বজুড়ে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে এই মহাকবিকে।
১৮৭৭ সালের ৯ নভেম্বর পাঞ্জাবের সিয়ালকোটে জন্মগ্রহণ করেন তিনি। আল্লামা ইকবাল ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, ইতিহাসবিদ, দার্শনিক, রাজনীতিবিদ ও ইসলামি চিন্তাবিদ। তাঁর ক্ষুরধার লেখনী ও অনন্য বর্ণনাভঙ্গিতে ইসলামি শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নতুনভাবে প্রতিফলিত হয়েছে।
মুসলিম রেনেসার কবি হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন সারা বিশ্বে। ধর্মীয় ও ইসলামী রাজনৈতিক দর্শনের জন্যও ইকবাল বিশেষভাবে সমাদৃত ছিলেন। তাঁর অন্যতম চিন্তা ও দর্শন ছিল ভারতের মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন—যা পরবর্তীতে পাকিস্তান সৃষ্টির ভিত্তি রচনা করে।
মানবতাবাদী এই কবি মুসলিম মিল্লাতের জন্য আজও প্রেরণার উৎস হয়ে আছেন। তাঁর জন্মবার্ষিকীতে কবির প্রতি জানানো হচ্ছে গভীর শ্রদ্ধাঞ্জলি। যা যুগ যুগ ধরে মুসলিম মিল্লাতে পৃথিবীর জাহানে মানুষের মানে অসংখ্য স্থান করে আর আজও রয়েছে।
সম্পাদক: মিলন খান মোবাইল +৮৮০১৮৩০-৩০৩১৩১ ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুল জব্বার মোবাইল +৮৮০১৭২২-৩৬৩৪০৪ বার্তা সম্পাদক: রাকিব ফেরদৌস মোবাইল +৮৮০১৮৬১-৬৫৮৮৭৫
বানিজ্যিক কার্যালয়: রাণীশংকৈল, ঠাকুরগাঁও, বাংলাদেশ।